মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাই উপজেলায় ঘন কুয়াশার কারণে মোটরসাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। রোববার (আজ) সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালী তালতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম পাপরি তিনি স্বামী নিহার সাহার সঙ্গে মোটরসাইকেলে করে মিয়ের বাড়ি থেকে আসছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে মোটরসাইকেলের সামনাসামনি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পাপরি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার নাক ও কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়।স্থানীয়রা দ্রুত তাকে ভ্যানগাড়িতে করে বান্দাইখাড়া এলাকার ডা. মাহাবুব আলমের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, "ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।