মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ উত্তরাঞ্চলে জেঁকে বসা তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। এই পরিস্থিতিতে শীতার্ত অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে আত্রাই উপজেলা প্রশাসন।রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে শীতবস্ত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম।প্রাথমিক পর্যায়ে উন্নতমানের প্রায় ১০০টি কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ করে উষ্ণ কম্বল পেয়ে শীতার্ত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। অনেকেই প্রশাসনের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শীতবস্ত্র বিতরণকালে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, "তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। শীত যতদিন থাকবে, ততদিন এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)