আত্রাইয়ে কচুয়া বিলে শরিষা ফুলের মনোমুগ্ধকর সমারোহ
মোঃ ফিরোজ আহম্মেদ
রাজশাহী ব্যুরো
নওগাঁর আত্রাই উপজেলার কচুয়া বিলে এখন চোখ জুড়ানো হলুদ রঙের শরিষা ফুলের সমারোহ। শীত মৌসুমের শুরুতেই বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে ওঠা শরিষা ফুল প্রকৃতিতে এক অপরূপ সৌন্দর্য যোগ করেছে।
দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা শরিষা ক্ষেতের এই নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন। সকালের কুয়াশা আর রোদের আলোয় হলুদ ফুলে ভরে ওঠা বিল যেন এক স্বপ্নিল দৃশ্যের জন্ম দিয়েছে। অনেকেই এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ছুটে আসছেন কচুয়া বিলে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় শরিষার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার আশাবাদী।
স্থানীয়দের মতে, কচুয়া বিলের শরিষা ফুল শুধু কৃষি উৎপাদনেই নয়, সৌন্দর্য আর পর্যটনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করছে। হলুদ ফুলে মোড়ানো এই বিল এখন প্রকৃতিপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।