সম্রাট হোসেন ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃঝিনাইদহের ছোটকামারকুন্ডু গ্রাম থেকে
জসিম ও আশিকুজ্জামান নামে দু"জনকে
গ্রেফতার করেছে ডিবি পুলিশ
।৮ সেপ্টেম্বর মঙ্গলবার
ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর সার্বিকতত্তাবধান গোপন সূত্রে ফেন্সিডিল পাচারের খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল কে অভিযানে পাঠান । ডিবি পুলিশ অভিযান চালিয়ে ঝিনাইদহ পৌরসভার ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কের ছোটকামারকুন্ডু গ্রামের জনৈক মোঃ মিজানুর রহমান বাদশা মিয়ার বাড়ির সামনে থেকে ১। মোঃ জসিম (৩৬), পিতা- মতলেব মহুরী, সাং-উদয়পুর, ২। মোঃ আশিকুজ্জামান (২২), পিতা- আবু হাসেম, সাং- দুঃখী মাহমুদ সড়ক আরাপপুর, উভয় থানা ও জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। সেসময় পুলিশ তাদের কাছ থেকে ৯৬ (ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল ও ১ (এক) টি লাল সাদা রঙ্গের FZS মোটরসাইকেল উদ্ধার করে।
