নড়াইলের কালিয়া ডিবির হাতে জুয়া খেলার সময় ৪ জুয়াড়ী আটক


মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।।নড়াইলের কালিয়া জুয়া খেলা অবস্থায় ইউপি সদস্য সহ গোয়েন্দা পুলিশ ৪ জন কে আটক করেছে।নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর নির্দেশে,(২২নভেম্বর) রোববার দুপুরে কালিয়া থানার পুরুলিয়া গ্রাম থেকে, গোপন সংবাদের ভিওিতে, জুয়াখেলা অবস্থায় পুরুলিয়া ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য (মেম্বার) একাধীক (১২) টি মামলার জামিন প্রাপ্ত আসামী মোঃ কোবাদ হোসেন (৪৮) পিতা মৃত জব্বার সাং-লক্ষিপুর, থানাঃ কালিয়া,জেলা, নড়াইল সহ (৪) জনকে,এসআই আনিস,সঙ্গিও এসআই মাফুজুর কনেষ্টবল বিকাশ,দেলোয়ার,শিবলি,সরোয়ার সহ গ্রেফতার করে।


এদিকে,লক্ষিপুর গ্রামের একাধীক ব্যক্তী নাম পরিচয় দিতে অনিচ্ছুক অভিযোগ করে জানান,কোবাদ হোসেন একজন ইউপি সদস্য হয়ে কিভাবে জুয়া খেলায় ব্যস্ত থাকেন ভেবে পায়না,একজন ইউপি সদস্য গ্রাম তথা সমাজের উন্নয়নকাজে ব্যস্ত থাকার কথা কিন্তু তিনি জুয়া খেলায় ব্যস্ত থাকেন,এ কেমন জনপ্রতিনিধি।

গ্রামবাসি আরো জানান,কোবাদ হোসেন মেম্বার যা করে বেড়ায় তাতে অনেক বড় সাস্তি হওয়া উচিৎ ছিল,একজন জুয়ারীকে সামান্য সাস্তি দেয়াতে তার শিক্ষা হয় না,আবারও হাজত খেটে বেরিয়ে এসে কোবাদ মেম্বর জুয়া খেলবে বলেও জানান।

গোয়েন্দা পুলিশের এসআই আনিস এ প্রতিবেদক কে জানান,আজ রোববার দুপুরে গোপন সংবাদ পেয়ে এসপি সারের নির্দেশে অভিযান পরিচালনা করি এসময় বর্তমান ইউপি সদস্য মোঃকোবাদ হোসেন সহ ৪ জুয়ারী কে আটক করে মোবাইল কোর্টের মাদ্ধমে ৪ জুয়ারীকে ৭ দিন করে বিনাস্রম কারাদন্ড প্রদান করে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ