পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের বিক্ষোভ মিছিল


তুহিন রানা (আব্রাহাম) ; খুলনা নগর প্রতিনিধিঃ
অবিলম্বে রাষ্টায়ত্ত পাটকল চালু এবং দূর্নীতি-লুটপাট বন্ধে ও পাটকল আধুনিকায়ন করা সহ মোট ১৪ দফার দাবিতে ২২ নভেম্বর বিকাল ৫ টায় খালিশপুরের প্লাটিনাম গেট থেকে এক বিক্ষোভ সমাবেশ করে পাটকল  রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশটি খালিশপুরের প্লাটিনাম গেট থেকে শুরু হয়ে বি আই ডি সি সড়কের বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে খালিশপুর গোল চত্বর মোড়ে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিতি ছিলেন বাসদ ও শ্রমিক-ছাত্র-জনতা ঐক্যের বিভিন্ন নেতৃত্ব বৃন্দ, উল্লেখ্য বাসদের নেতা জনারধন দত্ত নান্টু ; শ্রমিক-ছাত্র-জনতা ঐক্যের নেতা রুহুল আমিন সহ আরো অনেকে।

উক্ত বিক্ষোভ মিছিলে ১৪ দফা দাবি সমুহের মধ্যে অন্যতম; বদলী,দৈনিকভিত্তিক ও অবসরপ্রাপ্তসহ সকল শ্রমিকের বকেয়া পাওনা ক্ষতিপূরণসহ এককালীন পরিশোধ করতে হবে। বকেয়া ৬ সপ্তাহের মজুরি, উৎসব ভাতা, ইনক্রিমেন্টসহ জুলাই মাসের ২ দিনের মজুরী অবিলম্বে পরিশোধ করতে হবে; পাওনা পরিশোধের আগে শ্রমআইন লঙ্ঘন করে অবসান থেকে শ্রমিকদের উচ্ছেদ বন্ধ করতে হবে; পাটকল রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মামলা  প্রত্যাহার করতে হবে এবং আরো বিভিন্ন দফা।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ