তুহিন রানা (আব্রাহাম); খুলনা নগর প্রতিনিধিঃ
খুলনা মহানগরীতে মাদক বিরোধী অভিযানে গত ২৪ঘন্টায় মাদক দ্রব্যসহ ১১জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব ঘটনায় আজ রবিবার (২২ নভেম্বর) সংশ্লিষ্ট থানায় ৭টি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬০পিস ইয়াবা, ২ বোতল ফেন্সিডিল ও ১৬০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
কেএমপি'র সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা হল- নগরীর ৫নং মাছঘাট গ্রীনল্যান্ড আবাসন ডি-ব্লকের মৃত রহমান মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বর (২৮), একই এলাকার মৃত আব্বাস হাওলাদারের ছেলে শিবলি হাওলাদার (৩৭), সোনাডাঙ্গা ময়লাপোতা বস্তির মৃত কদম আলী ব্যাপারীর ছেলে ইউসুফ ব্যাপারী (৪৮), সাতক্ষীরার কালিগঞ্জের শেখপাড়া এলাকার মৃত শেখ আবদুল গফ্ফারের ছেলে ও সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা কুন্ডুপাড়া কেডিএ টিনশেড ঘরের বাসিন্দা মোঃ শেখ জাহাঙ্গীর হোসেন (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা গ্রামের মোঃ মোস্তফার ছেলে নগরীর খালিশপুর নিউজপ্রিন্ট শ্রমিক ভবনের পাশে রেল লাইন এলাকার মোঃ হাসান (২১), দৌলতপুরের পাবলা দত্তবাড়ীর মোঃ সাফায়েত মোল্যার মেয়ে মোসাঃ মনজিলা (৩৬), তার বোন তানজিলা বেগম (৩৪), পিরোজপুরের মঠবাড়িয়া নিজাইম্মা বাজারের মৃত মজিবর আকনের ছেলে নগরীর হরিণটানা থানাধীন হোগলাডাঙ্গা এলাকার মোঃ সরোয়ার আকন (২৭), একই এলাকার মোঃ সেলিম শরীফের ছেলে মোঃ টুলু শরিফ (২৪), খালিশপুরের বিআইডিসি রোডের পিপলস্ গেট এলাকার মোঃ মধু কাজীর ছেলে মোঃ কাজী আবু ইউসুফ সোহাগ (২৪) এবং চিত্রালী বাজারের পিছনের ২৮২নং রোডের ৫১নং বাড়ীর বাসিন্দা মোঃ আজিজুলের ছেলে মোঃ আশিকুজ্জামান রাজু (২৫)।