মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ সিরাজগঞ্জে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরের ভাতা প্রাপ্ত উপকারভোগীদের জন্য তিন দিনব্যাপী হেলথ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অত্র কার্যালয়ে মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ । জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে উপপরিচালক কানিজ ফাতেমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মােঃ তারিকুল ইসলাম,অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদুল হক , সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা , মহিলা কাউন্সিলর রোমানা রেশমা , মেডিকেল অফিসার ডাঃ সৌমিত্র বসাক প্রমুখ। বক্তরা বলেন, শিশু স্বাস্থ্যের প্রতি অনেক বেশি বেশি গুরুত্ব দিতে হবে। কেননা শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। সুস্থ মা ও সুস্থ সন্তান না থাকলে দেশের অগ্রগতি সম্ভব হয় না। এ অগ্রগতির ধারা অব্যাহত রেখে শিশু স্বাস্থ্য সুরক্ষায় আমাদের আরো এগিয়ে যেতে হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে জাতিসংঘ ঘোষিত শিশু মৃত্যুহার ও মাতৃমৃত্যু হার হ্রাসের এমডিজি লক্ষ্যমাত্রা আমাদের।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)