আব্দুল জব্বার, স্টাফ রিপোর্টার।।যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) ডা. অধ্যাপক মো. নাসির উদ্দিন বলেছেন,'মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোন বিকল্প নেই। বেশি বেশি খেলাধূলার আয়োজনের মাধ্যমে মাদক ও সন্ত্রাস মুক্ত ঝিকরগাছা ও চৌগাছাকে মডেল উপজেলা হিসাবে প্রতিষ্ঠিত করতে সকলে এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার যশোরের ঝিকরগাছা উপজেলার মাগুরা ডহর মাগুরা রওশন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি, এসব কথা বলেন।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম,আরও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি আজহার আলী, থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, গঙ্গানন্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান এমপি প্রতিনিধি আমিনুর রহমান, আংগারপাড়া বহিরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এ.বি. এম শফিউদ্দিন, মাগুরা ইউনিয়ন যুবলীগ নেতা আজিজুর রহমান, জাকির হোসেন, ইমরান হোসেন, পিকুল হোসেন, কবির উদ্দিন, রিপন হোসেন শিল্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল হোসেন মানিক,মাগুরা স. প্রা. বি. এর সভাপতি সাজিজুর রহমান প্রমুখ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
