নিউজ ডেস্কঃ যশোরের চৌগাছায় স্বরুপদাহ ইউনিয়নের চৌগাছা-মহেশপুর সড়কের টেঙ্গুরপুর মোড় নামক স্থানে বিয়ের বরযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানন, মহেশপুর উপজেলার বাথানগাছি এলাকা থেকে ছেড়ে আসা Noyan Travels নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩১২৫) টেঙ্গুরপুর মোড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানি জমিতে পড়ে যায়। এতে বাসে থাকা প্রায় ২০ যাত্রী আহত হন।
আহতরা হলেন প্রদীপ (৬৫), প্রান্ত (২৯), গণেশ (৫০), সুফল (৫৫), রিনা দাস (৬০), অরিত্র দাস (১৫), ঋষিকেশ (১৯), প্রভাতী (৩২), মধু (৫৫), সন্তোষ শ্রীবাস (৪৫), ফারুক (৩২), টোটন (৪৮) ও অসীম (২৬)। এছাড়া আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।অধিকাংশের বাড়ি সর্বসাং-নওয়াপাড়া, থানা- অভয়নগর।স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং চৌগাছা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করেন।
