মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ পাবনার পাকশীতে অবস্থিত ফুরফুরা দরবার শরীফের কায়েম মোকাম দারুশ শরীয়ত রিয়াজুল জান্নাত খানকাহ্ কমপ্লেক্সে আয়োজিত ঐতিহ্যবাহী পাকশী মাহফিল–২০২৬ আখেরি মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। বহুদিনব্যাপী এই মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো আশেকান, ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। মাহফিলের শেষ দিনে অনুষ্ঠিত আখেরি মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মাহফিল চলাকালে নামকরা ওলামা-মাশায়েখগণ ইসলামের মৌলিক শিক্ষা, আত্মশুদ্ধি, আখলাক ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করেন। মাহফিল ঘিরে পুরো এলাকা জুড়ে এক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় মাহফিল সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। মাহফিলের সফল আয়োজনের জন্য আগত সকল ভক্ত, মুসল্লি ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।