news

নওগাঁ-৬ আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন এসএম রেজাউল ইসলাম রেজু 


মোঃ ফিরোজ আহমেদ 
রাজশাহী ব্যুরো



"ভোট দিবো কিসে ধানের শীষে" এই স্লোগানকে সামনে রেখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১ নওগাঁ-৬(আত্রাই, রাণীনগর) সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রচার–প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী এসএম রেজাউল ইসলাম রেজু।  বৃহস্পতিবার(২২ জানুয়ারি)বিকেলে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের আম চত্বর এলাকা থেকে গণসংযোগের মাধ্যমে প্রচারণায় নেমেছেন তিনি।

এসময় এসএম রেজাউল ইসলাম রেজু ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান। পাশাপাশি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার দাবি জানান তিনি।
নির্বাচন প্রচারণায় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ