News

আত্রাইয়ের বান্দাইখাড়া বাজারে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


মোঃ ফিরোজ আহমেদ 
স্টাফ রিপোর্টার 



নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসলাম হোসেন সজল।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া বাজারে নিজ দোকানের সামনে বিভিন্ন শ্রেণি-পেশার অসহায় ও দরিদ্র মানুষের হাতে তিনি কম্বল ও শীতবস্ত্র তুলে দেন।

শীতবস্ত্র বিতরণকালে মোঃ আসলাম হোসেন সজল বলেন, তীব্র শীতে খেটে খাওয়া ও গরিব-দুঃখী মানুষের কষ্ট লাঘব করতেই এই ক্ষুদ্র প্রয়াস। সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তিনি আরও বলেন, সামর্থ্যবানদের উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্তদের সহায়তায় এগিয়ে আসা।

তিনি ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বান্দাইখাড়া বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ