আত্রাইয়ে বিএনপির 'দেশ গড়ার পরিকল্পনা' কর্মসূচি অনুষ্ঠিত
মোঃ ফিরোজ আহমেদ
নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও উপজেলা যুবদলের উদ্যোগে 'দেশ গড়ার পরিকল্পনা' শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশের কল্যাণ ও মুক্তি নিশ্চিত হবে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।