আত্রাইয়ে ৭নং ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
মোঃ ফিরোজ আহম্মেদ
রাজশাহী ব্যুরো
নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশ্যবপাড়া মাদ্রাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আহসানগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম মুঞ্জুরুল আলম মুঞ্জু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.সোবহান,
আলহাজ্ব মো.আব্দুল মালেক মোল্লা,মো.আফছার আলী,বিএনপি নেতা মো.শহিদুল ইসলাম, আওয়াল,হামিদুল,ওহাব সহ স্থানীয় নেতৃবৃন্দ।