পাকশীতে ফুরফুরা দরবারের ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতি তুঙ্গে
মোঃ ফিরোজ আহমেদ
রাজশাহী ব্যুরো
পাবনা জেলার পাকশীতে ফুরফুরা দরবারের কায়েম মোকাম পাকশী দারুশ শরীয়ত রিয়াজুল জান্নাত খানকাহ্ কমপ্লেক্সের ৭৪তম বার্ষিক ওয়াজ মাহফিল ও ঈসালে সওয়াব–২০২৬ উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। মাহফিলকে ঘিরে খানকাহ্ প্রাঙ্গণ সাজানো হচ্ছে বর্ণিল সাজে, নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার প্রস্তুতি।
আয়োজক সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী এ মাহফিল আগামী ২২, ২৩ ও ২৪ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শুরু হয়ে শনিবার বাদ ফজর আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রখ্যাত আলেম-ওলামাগণ ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির সমাগম হবে বলে আয়োজকরা জানিয়েছেন।