News

পোরশায় তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন


রাজশাহী ব্যুরো


দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি নওগাঁর পোরশা উপজেলাতেও তীব্র শৈত্যপ্রবাহের প্রভাব পড়েছে। হঠাৎ করে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন শিশু, বয়স্ক ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষজন। ভোর ও রাতের দিকে ঘন কুয়াশার কারণে সড়ক ও নৌপথে যান চলাচল ব্যাহত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ সময় কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

পোরশা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শীতের কারণে দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবী মানুষ কাজে বের হতে পারছেন না। এতে তাদের দৈনন্দিন আয়-রোজগার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে বলে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে শীত মোকাবিলায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। তবে অনেক প্রত্যন্ত এলাকায় এখনও পর্যাপ্ত সহায়তা পৌঁছায়নি বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।

বিশেষজ্ঞরা শীতজনিত রোগ থেকে সুরক্ষার জন্য গরম কাপড় পরিধান, উষ্ণ খাবার ও গরম পানি পান এবং শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ