যশোরের বুকে শিনইয়ান স্টোরেজ লিমিটেডের শুভ উদ্বোধন


মোঃ মুরাদ হোসেন ,( বসুন্দিয়া)  যশোর (প্রতিনিধি: যশোরের বসুন্দিয়ায় শিনইয়ান স্টোরেজ লিমিটেডের লিড অ্যাসিড ব্যাটারি উৎপাদন কারখানার শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান খান, সভাপতি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, যশোর।শিনইয়ান স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান মিঃ পল ওয়াং বলেন, "আমাদের ফ্যাক্টরিটি সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে এবং এখানে ২৫০ এরও অধিক বাংলাদেশি শ্রমিক কাজ করবে। আমরা দেশের প্রয়োজন মিটিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ব্যাটারি রপ্তানি করার পরিকল্পনা করছি।"

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,তানভীরুল ইসলাম সোহান, সাধারণ সম্পাদক, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, যশোর। জনাব তৌফিকুর রহমান লিকু, ভূমির মালিক। মোঃ মুরাদ হোসেন, কান্ট্রি ম্যানেজার, নিংবো ডুউইডু ইন্টারন্যাশনাল ট্রিট কোম্পানি লিমিটেড, চায়না। Mr. Zhang Qingbin, MD of Lijia Construction. জনাব মোঃ ফজলুল করিম, ম্যানেজিং ডাইরেক্টর, ফ্রেশ ট্রেড বিডি লিমিটেড।মোহাম্মদ রেজা খন্দকার, ব্যবস্থাপনা পরিচালক, উইন পাওয়ার গ্রুপ।ফিতা কেটে এবং কবুতর উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ