দৌলতখানে টহল, জনসচেতনতার পাশাপাশি ফুটপাত দখলমুক্তের আহ্বান নৌবাহিনীর


মো. আওলাদ হোসেন, ভোলা জেলা প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার দৌলতখান বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নৌবাহিনীর একটি টহল দল দৌলতখান বাজারের প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। এ সময় নৌবাহিনীর সদস্যরা নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইন মেনে চলা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সাধারণ জনগণকে সচেতন করেন।নৌবাহিনী সূত্রে জানা যায়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এই টহল কার্যক্রমের মূল লক্ষ্য। টহল চলাকালে বাজার এলাকার ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের নির্ধারিত স্থানে চলাচল ও পার্কিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।নৌবাহিনী আরও জানায়, নির্বাচনকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ আইনশৃঙ্ঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ