দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই.... আল হেলাল তালুকদার

 মোহনগঞ্জে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছেন ১০ দলীয় জোটের প্রার্থী আল হেলাল তালুকদার

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: ইসলামের পক্ষে বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিনত করার কথা উল্লেখ করে আল হেলাল তালুকদার বলেন, চাঁদাবাজ,দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে চাই। গতকাল বিকালে মোহনগঞ্জ পৌর শহরের রেল স্টেশন মসজিদ প্রাঙ্গণ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরুকালে নেত্রকোনা-৪ (মদন,মোহনগঞ্জ,খালিয়াজুড়ি) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ন্যায়,ইনসাফের ভিত্তিতে দেশে সুশাসন প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের লক্ষ্যে। তাই এখন থেকে আমাদের প্রতিদিন কাজ করতে হবে এলাকার সব মানুষের ঘরে ঘরে যেতে হবে, আমরা বিজয় ছাড়া ঘরে ফিরব না। নির্বাচনে আমাদের বিজয় আসবেই ইনশাআল্লাহ । এসময় উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, নায়েবে আমীর এটিএম হামিদুল্লাহ ও সেক্রেটারি মাষ্টার জাহেদ হাসানসহ ১০ দলীয় জোটের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ