বসুন্দিয়ায় ইসলামী সমাজকল্যাণ পরিষদের উদ‍্যোগে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মুরাদ হোসেন , বসুন্দিয়া ( যশোর ) প্রতিনিধি : যশোর সদর উপজেলার  বসুন্দিয়ায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯ টায় বানিয়ার কাছে মহিলা মডেল দাখিল মাদ্রাসার অডিটরিয়ামে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষা বৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বসুন্দিয়া ইসলামিক সমাজ কল্যাণ পরিষদের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত এবং সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রত্যেক বিষয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়  তিনজন বিজয়ী কে সম্মাননা পুরস্কার এবং অংশগ্রহণকারী সকল সরকার থেকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। শিক্ষাবৃত্তি-তে বানিয়ারগিতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী তামিমা হাসানা বার্ষিক পরীক্ষায় প্রায় 87 শতাংশ নম্বর পেয়ে সর্বোচ্চ মেধাবীর স্থান দখল করে বৃষ্টি প্রাপ্ত হন। প্রত্যেক বিদ্যালয় ও মাদ্রাসার বাছাইকৃত প্রতিযোগীদের সাথে শিক্ষক ও অভিভাবকদের সরব উপস্থিতি ঘটে। সমাজকল্যাণ পরিষদের সভাপতি হাফেজ শাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উইং কমান্ডার বেনোজির আলী মোগল (পি এস সি, এমবিএস, এমবিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সৈয়দ আলী আশরাফ মিলন, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর খান, কবি বসুন্দিয়া ইউনিয়ন ইমাম ও লম্বা পরিষদের সভাপতি মাওলানা তবিবুর রহমান, বসুন্দিয়া হিলফুল ফুজুল এর সভাপতি আশরাফুল ইসলাম রিপন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুল গনি, বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার সুপার হারুন অর রশিদ, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, আদর্শ মানুষ ফাউন্ডেশন এর সভাপতি রাজু আহমেদ । অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ