আর.জে মিজানুর রহমান ইমনঃ ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার খিচা নামক স্থানে ট্রাক-সিএনজি সংঘর্ষে সিরাজুল ইসলাম (৩২) এবং মঞ্জু মিয়া (২৫) নামে দুইজনের মৃত্যু । ঘটনাটি ঘটেছে, (৮ই নভেম্বর) রবিবার সকালে । জানা যায়, নিহত সিরাজুল ইসলাম (৩২) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কালিখা গ্রামের রফুল ইসলামের ছেলে এবং সি.এন.জি চালক মঞ্জু মিয়া (২৫) পূর্বধলা উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আঞ্জু মিয়ার ছেলে ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, ঘটনার দিন সকালে একটি সিএনজি তিনজন যাত্রী নিয়ে বাইপাস সড়ক হয়ে ঢাকা নেত্রকোনা মহাসড়কের খিচা নামক স্থানে মেইন সড়কে উঠার সময় নেত্রকোনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ২২-৯৮১৮) পিছন থেকে সিএনজিকে চাপা দিলে ঘটনা স্থলেই সিরাজুল ইসলাম নিহত হন, এবং পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় চালক সহ আরো তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিএনজি চালক মঞ্জু মিয়া মারা যায় । দূর্ঘটনার পর পর স্থানীয় জনতা ময়মনসিংহ-নেত্রকানা মহসড়ক অবরোধ করে রাখে, পরে খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নয়ন দাস জানান, ঘটনা স্থলেই ট্রাকটি ফেলে রেখে ট্রাক চালক পালিয়ে যায় ।