ডা.এম.এ.মান্নান,টাংগাইল :জালালাবাদ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার, ৭ নভেম্বর ২০২০ খ্রি. দুপুর ২ ঘটিকার সময় নগরীর নির্ভানা ইনের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এম এস আর জাহিদ ও ছাত্র সংগঠনের সদস্য হাসানুল বান্না আলামিনের যৌথ সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন শরিফ থেকে তেলাওয়াত করেন ছাত্র সংগঠনের সদস্য কারী জাফরুল ইসলাম। ডা. আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডা, এম এন আলী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্যরাখেন সিলেট ঔষধ প্রশাসনের পরিচালক, সিকদার কামরুল ইসলাম, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহ-সভাপতি তাহমিন আহমেদ, অধ্যাপিকা নুরুন্নাহার মজুমদার,আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ডা. লবিবুর রহমান, ডা. আব্দুল মালেক, ডা. আব্দুর রহমান, সিলেট মহানগরের ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার
সাংগঠনিক সম্পাদক ডা. এম কে খান, যুগ্মসাধারণ সম্পাদক ডা. আবুল হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক ডা. রাসেল আহমেদ, ডা. হালিমা বেগম, ডা. বুশরাতু তানিয়া, ডা. গোলাম কিবরিয়া, ডা. আব্দুল হামিদ, ডা. আব্দুল কুদ্দুস, ডা. সুজয় দাস, ডা. নুরজাহান শিরিন, ডা. আব্দুল বাসিত।
ছাত্র পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নন্দন দাস, সহ-সাধারণ সম্পাদক সাহেল, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ, ফাহিম আহমদ, আব্দুল মুনিম খুকন, পার্থপ্রতিম শর্মা,তানিয়া বেগম, রেজাউল করিম, সুমাইয়া সিদ্দিকা, হামিদা খানম, রুনা আক্তার রুবি, আসমাউল হুসনা, শায়লা পারভেজ রিচি, সাফিরা সুলতানা প্রমুখ।
এসময় ৫ জন দরিদ্র মহিলার মধ্যে পাঁচটি সেলাই মেশিন বিতরণ করা হয়।