মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আসন্ন আগামী ১০ ডিসেম্বরের নির্বাচনে অংশ গ্রহণের জন্য রোববার ২ জন দলীয় ও ২ জন স্বতন্ত্র সহ মোট ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন ।
কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ আহসান ইকবাল জানান, গত ৪ নভেম্বর ঘোষিত তফশীল অনুযায়ী রোববার উপজেলা নির্বাচন অফিসে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন আওয়ামীলীগ দলীয় প্রার্থী সি এম জয়নাল আবেদীন, বিএনপি দলীয় প্রার্থী মোঃ আব্দুল মোক্তাদির মুক্তার এবং স্বতন্ত্র প্রার্থী খোরশেদ আহমদ খান ও মোঃ খয়রুল আমিন চৌধুরী।
ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৩ নভেম্বর প্রত্যাহার ও ভোট গ্রহন ১০ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বরমচাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আহবাব চৌধুরী শাহজাহান (৭৮) গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরন করায় উক্ত পদ শূন্য ঘোষণা করা হয়।