পবিত্র আশুরা দিবস স্মরণে শান্তিপূর্ণ ধর্মীয় শোক সভা ও র‍্যালীর আপনার পত্রিকা/টিভির পক্ষ থেকে ছবি ধারণ ও সম্প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ

বরাবর,

বার্তা সম্পাদক, এস্যায়নমেন্ট এডিটর, চীফ রিপোর্টার

বার্তা বিভাগ


বিষয়ঃ আগামী ৬ই জুলাই ২০২৫, রবিবার সকাল ১১.০০ টায় ১০ ই মহররম পবিত্র আশুরা দিবস স্মরণে শান্তিপূর্ণ ধর্মীয় শোক সভা ও র‍্যালীর আপনার পত্রিকা/টিভির পক্ষ থেকে ছবি ধারণ ও সম্প্রচারের জন্য বিশেষভাবে অবগতি প্রসঙ্গে।


জনাব,

সালাম পর নিবেদন এই যে, ১০ই মহররম পবিত্র আশুরা দিবস স্মরণে বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ, ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে আগামী ৬ই জুলাই ২০২৫, রবিবার সকাল ১১.০০ টায় এক শান্তিপূর্ণ ধর্মীয় শোক সভা ও র‍্যালীর আয়োজন করা হয়েছে।

শোক শভা ও র‍্যালীর স্থান এবং গতিপথঃ

ঢাকা জাতীয় প্রেসক্লাব সম্মুখে সংক্ষিপ্ত শোক সভা; শোক সভা শেষে শোক র‍্যালি হাইকোর্ট মাজার প্রাঙ্গনে এসে সালাতু সালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

উল্লেখ্য যে, এ শান্তিপূর্ণ ধর্মীয় শোক সভা ও র‍্যালিতে সম্মানিত পীর মাশায়েখ, ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ সহ মা-বোনরাও উপস্থিত থাকবেন।

তারিখঃ ৬ই জুলাই ২০২৫, রোজঃ রবিবার, সময়ঃ সকাল ১১টা হতে

উক্ত কর্মসূচির সার্বিক সাফল্যে আপনার সহায়তা কামনা করছি এবং আপনার পত্রিকা/টিভির পক্ষ থেকে ছবি ধারণ ও সম্প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।


ধন্যবাদান্তে,

এডভোকেট মাঈনউদ্দীন টিটু

দপ্তর সম্পাদক,

বিশ্ব সুন্নী আন্দোলন, ঢাকা মহানগর শাখা

মোবাইলঃ ০১৭১১৪৫৫৩০৩

Email: worldsunnimovement@gmail.com


বার্তাবাহক

মঈনউদ্দিন

০১৭১৪৪০৭৫৩৩


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ