কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ী ইউনিয়নে অবস্থিত কাস্তা গহর আলী দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রতিষ্ঠানের বর্তমান এডহক কমিটির সভাপতি সাঈদ বিন রহমান।তার ব্যক্তিগত অর্থায়নে এই প্রথমবারের মতো সকল পরীক্ষার্থীর পরীক্ষা ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে। এছাড়াও পরীক্ষার জন্য কভার পেজসহ খাতা তৈরি এবং পরীক্ষা পরিচালনার যাবতীয় ব্যয়ভার তিনি নিজেই বহন করেছেন।
এই উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা জানান, সাঈদ বিন রহমান স্যারের এমন মানবিক সিদ্ধান্ত তাদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে।স্থানীয়রা মনে করেন, শিক্ষার ক্ষেত্রে এমন সহযোগিতা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী সভাপতি সাঈদ বিন রহমানের এ মহৎ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।