কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া কামনা


আমার মায়ের অপারেশনের জন্য স্বেচ্ছায় রক্তদান করলো  আমার মেজ ভাইয়ের জামাইয়ের বন্ধু মোঃ ইমন হোসেন। এই মহান কাজের জন্য আমার পরিবারের পক্ষ থেকে মোঃ ইমন হোসেনের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি, সাথে আগামীকাল আমার মায়ের পায়ের অপারেশন হবে এইজন্য সফল ( অস্ত্র পাচার) অপারেশন ও দ্রুত সুস্থতা কামনা করে  সকলের কাছে দোয়া কামনা করছি।  আমিন।


ধন্যবাদান্তে, 

মোঃ মহসীন আলী (প্রভাষক) 

প্রকাশক ও সম্পাদক, কপোতাক্ষ নিউজ


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ