লোহাগড়া ৮ দলীয় সজল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

 


মো: আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টারঃমাদক একবার ও নয়, খেলা ধুলায় মিলবে জয়।নড়াইলের লোহাগড়া ৮ দলীয় সজল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২০ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থান শেখ রাসেল মিনি স্টেডিয়াম লক্ষীপাশা মোল্লার মাঠ প্রাঙ্গন। এই খেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব রোসলিনা পারভীন, উপজেলা নির্বাহি অফিসার লোহাগড়া নড়াইল। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সৈয়দ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ লোহাগড়া থানা নড়াইল। উদ্বোধক মো: মাহফুজুর রহমান( মাছুদ)  সিনিয়র প্রিন্সিপাল অফিসার, হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ও সদস্য সচিব অফিসার্স কল্যাণ সমিতি, ঢাকা বাংলাদেশ। 

আরো উপস্থিত ছিলেন  কাজী বনী অামিন সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লোহাগড়া পৌর শাখা, যুবলীগ নেতা শেখ শামিম,শ্রমিকলীগ নেতা মোজাম খান,শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নেতা অারিফুল ইসলাম, সহ বিভিন্ন নেতাকর্মীর সাংবাদিকবৃন্দ এবং হাজারো দর্শক উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করেন, শক্তিশালী যোগীয়া ফুটবল একাদশ ও শক্তিশালী আর পড়া ফুটবল একাদশ অাড়পাড়া ফুটবল একাদশ,এই ফুটবল খেলায় শক্তিশালী যোগীয়া ফুটবল একাদশ  (২) গোলে জয়ী হয়েছেন ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ