সিরাজগঞ্জে মাস্ক পরিধান না করায় অর্থদন্ড


মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জে মাস্ক পরিধান না করার কারণে বৃহস্পতিবার  সদর উপজেলার শিয়ালকোল বাজার সংলগ্ন এলাকায় পথচারী, সিএনজি ও অটো রিকশা চালক এবং যাত্রীদেরকে অর্থদন্ড দেয়া হয়। এসময় ১০ জন ব্যক্তিকে মাস্ক পরিধান না করায় বিভিন্ন অংকের সর্বমোট ১২২০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

এসময় পথচারী, অটো চালক, সিএনজি চালক এবং যাত্রীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। এর পাশাপাশি তাদেরকে করোনার ২য় ওয়েভ নিয়ে সচেতন করা হয়।এছাড়াও হেলমেট বিহীন মোটর বাইক চালানোয় চার চালককে বিভিন্ন অংকের সর্বমোট ২৮০০/- অর্থদণ্ড দেয়া হয়। কোভিড-১৯ এর ২য় ওয়েভ মোকাবেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি যানান।এ সময় মোবাইল কোর্টে সহযগীতায় ছিলেন  আনসার বাহিনীর সদস্যগণ উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ