পটিয়ায় টেম্পো শ্রমিক নেতা মোঃ জাহাঙ্গীর আলম আর নেই,শোক প্রকাশ


সৈয়দ মুহাম্মদ আরিফুল ইসলাম পটিয়া থেকেঃ- চট্টগ্রামের পটিয়ায়  দৈনিক জনতা ও দৈনিক ইনফো বাংলা ও দৈরিক কপোতাক্ষ নিউজ এর    স্টাফ রিপোর্টার এবং    পটিয়া প্রেসক্লাব অর্থ সম্পাদক সেলিম চৌধুরী চাচাতো ভাই, পৌর যুবলীগ নেতা আলমগীরের  ছোট ভাই পটিয়া টেম্পো সমিতির  মুরালীঘাট লাইনের   রাইসম্যান  শ্রমিক নেতা  মোঃ জাহাঙ্গীর আলম (৩৬)।গতকাল ৫ নভেম্বর বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টায় ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহী রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ছেলে-মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে যান।  তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন পটিয়া টেম্পো সমবায় সমিতির সভাপতি বদিউল আলম, সাধারণ সম্পাদক বদিউল আলম হিরু, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমির খসরু, সাধারণ সম্পাদক মোঃ জসীম সহ অনেকে। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ