চালিমিয়া পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগে সিরাতুন নবী (সঃ) পালন



মোঃআবু নাঈম কাজী,স্টাফ রিপোর্টারঃমাগুরা জেলার মহম্মদপুরের ১নং বাবুখালি ইউনিয়নের চালিমিয়া গ্রামের, চালিমিয়া পূর্ব পাড়া জামে মসজিদের উদ্যোগ সিরাতুন নবী (সঃ)পালিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে এলাকার সর্ব স্তরের জনগন উপস্থিত ছিলেন,তাছাড়া ও  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং বাবুখালি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার মোঃ মতিয়ার রহমান, চালিমিয়া নুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, কাজী শাহাদৎ হোসেন, সাবেক  ইমাম মোঃ সফিকুল ইসলাম (রতন যোয়াদ্দার),সাংবাদিক মোঃকুতুবুল আলম,সাংবাদিক আবু নাঈম কাজী,সাংবাদিক ইসমাইল হোসেন, রামকৃষ্ণপুর হাফেজী কওমি মাদ্রাসার প্রধান মুয়াল্লিম মোঃমিরাজুল ইসলাম সহ, মহল্লার মুরব্বিগন,এবং উক্ত মসজিদের সম্মানিত সভাপতি মোস্তাফিজুর রহমান, সেক্রেটারি আব্দুল হক সহ মসজিদ মহল্লার সকল শ্রেনির ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন, সিরাতুন নবী (সঃ) অনুষ্ঠান পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম মোঃ ইসমাইল হোসেন, উক্ত অনুষ্ঠানে রাসুলুল্লাহ সাঃ এর জীবনী সম্পর্কে একটি কুইজ প্রতিযোগিতা ব্যাবস্থা করেন সাবেক ইমাম মোঃ সফিকুল ইসলাম, উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেন তুহিন ইবনে সফিক,

দ্বিতীয় স্থান দখল করেন মাসুম,

 এবং তৃতীয় স্থান দখল করেন নাসিব খান,

 রাসুলুল্লাহ সাঃ এর জীবনী, এবং সিরাতুন নবী সঃ সম্পর্কে  বিস্তারিত আলোচনা করেন হাফেজ মোঃমিরাজুল ইসলাম, চালিমিয়া নারানী হাফেজি কাওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ কাজী শাহাদাৎ হোসেন উক্ত অনুষ্ঠান সাব্বির হুসাইন পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াত করেন,এবং দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ শাহাদাৎ হোসেন,


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ