কুষ্টিয়া জেলা প্রতিনিধি //এম,ডি,আল আসিবুজ্জামান চঞ্চলঃকুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদ আকিজ বিড়ি ফেক্টারির শ্রমিকরা আজ সকাল ১১ টাই হোসেনাবাদ বাজারে বন্ধ ফ্যাক্টারি খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেন। এসময় শ্রমিক নেতারা শ্রমিকদের বিভিন্ন দুঃখ কষ্টের কথা তুলে ধরেন।
তারা বলেন, নতুন ম্যানেজম্যান্ট আসার পর থেকেই শুরু হয়েছে নানান জটিলটা যার পরিপেক্ষিতে বন্ধ হয়েছে এই ফ্যাক্টরি। দীর্ঘ ২ মাস ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে দরিদ্র শ্রমিকরা আজ মানবেতর জীবন যাপন করছে। যার পরিপেক্ষিতে এই মানববন্ধন। তারা আরও বলেন, যদি অতি শীঘ্রই এই ফ্যাক্টরি না খুলে দেওয়া হয় তাহলে তারা কঠিন আন্দলনে নামতে বাধ্য হবে এদিকে স্থানীয় জনগন ও নেতাদের দাবি বর্তমান ম্যানেজম্যান্ট মালিক পক্ষকে ভুল বুঝানোর কারণেই এই ফ্যক্টরি বন্ধ হতে চলছে।
