মোঃ সোহান হোসেনঃ সদর উপজেলা প্রতিনিধি ঝিনাইদহঃ৮নং পাগলাকানাই ইউনিয়ন আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেএীবৃন্দুকে সাথে নিয়ে গনসংযোগ এবং ১নং ওয়ার্ডর আওয়ামী নেতৃবৃন্দদের সাথে আলোচনা করেন এবং আলোচলা শেষে নেতৃবৃন্দদের সাথে নিশিভোজ আয়োজন করে ৮ নং পাগলাকানাই ইউনিয়ন আওয়ামিলীগ সেখানে উপস্থিত ছিলেন জননেতা তাহজীব আলম সিদ্দিকী (এমপি)'র বিশ্বস্ত অগ্রদূত, ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগ নেতা জনাব আবু সাঈদ। এ সময় এলাকাবাসি তাদের প্রানের দাবি জানায় ৮ নং পাগলাকানাই ইউনিনের নৌকার মাঝি হিসাবে আবু সাঈদ বিশ্বাসকে দেখতে চাই
