ঝিকরগাছায় তরিকুল নামের এক যুবক ৮ মাস ধরে নিখোঁজ

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার পল্লী থেকে তরিকুল ইসলাম (৩৪) নামের এক যুবক ৮ মাস ধরে নিখোঁজ রয়েছে। সে উপজেলার শিওরদাহ গ্রামের আইয়ুব হোসেনের ছেলে। এ ঘটনায় তার পিতা আয়ুব হোসেন ঝিকরগাছা থানায় সাধারন ডায়েরী করেছেন। 

জিডি সুত্রে জানা গেছে, তরিকুল ইসলাম গত ১ এপ্রিল ২০২০ সকালে ডাক্তার দেখানের কথা বলে বাড়ি থেকে সাতক্ষীরার দিন থেকে নিকট আত্মীয়সহ সম্ভব্য সকল স্থানে খুজেও তার কোন সন্ধান মেলেনি। তরিকুল ইসলামের গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ফুট ৭ ইঞ্চি, মাথার চুল কালো, মূখমন্ডল লম্বাটে এবং পরনে জিন্সের প্যান্ট ও সাদা চেকের শার্ট ছিল। এদিকে ছোট ছেলে তরিকুল ইসলামকে হারিয়ে বৃদ্ধ পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। কেউ সন্ধান পেলে ০১৯১৬-৩৩৭৫৬৩, ০১৭১৩-৯২২৫৬৭ নাম্বারের যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার চাচাতো ভাই রিপন হোসেন। এ ঘটনায় তার পিতা আয়ুব হোসেন ঝিকরগাছা থানায় সাধারন ডায়েরী করেছেন। যার নং-২৯৫, তারিখ-০৯/০৪/২০২০ ইং। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ