স্টাফ রিপোর্টার : যশোরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান করা হয়।
খুলানা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের বাস্তবায়ন কমিটির আহবায়ক শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য।সম্মেলনে খুলনা বিভাগের সচিবরা ১০ম গ্রেড উন্নিতকরণ ও শতভাগ বেতন ভাতা সরকারি কোষাগার থেকে প্রদান করার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ-পরিচালক হুসাইন শওকত, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিনসহ প্রমুখ।