মোঃরেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ আগামীকাল ৬ নভেম্বর শুক্রবার থেকে অটোরিকশা ও সিএনজি পূনরায় কুলাউড়ায় চলাচল শুরু হবে, পৌরসভার ভিতর শুধুমাত্র ২৫০ টি অটোরিকশা চলবে এবং সিএনজি স্ট্যান্ডে শুধুমাত্র একলাইনে সিএনজি স্ট্যান্ড করতে হবে।
এই তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান "এ.কে.এম সফি আহমেদ সলমান"পৌরসভার ভিতর চলাচলের জন্য যে ২৫০ টি অটোরিকশা নির্ধারিত করা থাকবে তারা পৌরসভার বাইরে যেতে পারবে না এবং পৌরসভার বাইরের জন্য যে রিকশা নির্ধারণ থাকবে তারা পৌরসভার ভিতর ডুকতে পারবেনা। এমন নীতি মেনে অটোরিকশা ও সিএনজি পূনরায় কুলাউড়ায় চলাচল শুরু হবে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪ টা ৩০ মিনিটের সময় কুলাউড়া উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত চুড়ান্ত হয়।
