নগরীর ষোলশহর এলাকায় দিনব্যাপী বিনা পয়সার বাজার!


রিয়াজুল করিম রিজভী, চট্টগ্রাম ব্যুরো প্রধানঃ ১৭ ই নভেম্বর চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় ষোলশহর রেলওয়ে স্টেশন এর আসেপাশে অবস্থানরত গরিব অসহায় ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে থেকে ১০০০ পরিবার এর একটি তালিকা তৈরি করে। তারা  নির্ধারিত এই এক হাজার পরিবার এর কাছে একটি করে গ্রাহক টিকেট পৌঁছে দেয়।

১৯ ই নভেম্বর বৃহস্পতিবার ষোলশহর রেলস্টেশনে অভিযাত্রিক ফাউন্ডেশন ও এক টাকায় শিক্ষা সংগঠনের যৌথ উদ্যোগে বিনা পয়সার বাজার প্রজেক্টের প্রোগ্রাম পরিচালিত হয়। তারা ৩৫ জন সেচ্চাসেবক নিয়ে সকাল ৬ টা থেকে কাজ করে গিয়েছেন।সকাল ৯ ঘটিকা থেকে তাদের বিনা পয়সার বাজার প্রজেক্ট এর সবজি বিতরণ শুরু করেন।
ধারাবাহিক ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা তাদের উক্ত কার্যকম চালিয়ে যান। উক্ত কার্যকম এ তারা মোট ১০০০ পরিবার এর মাঝেই সবজি গুলো বিতরণ করেন। অভিযাত্রীক ফাউন্ডেশন এর সদস্যদের সাথে কথা বলে যানা যায়।তারা এই বিনা পয়সার বাজার প্রজেক্টি দীর্ঘ সময় ধরে পরিচালনা করে আসছেন।
 
 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ