৩ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সেলিম চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ-  মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার  (খ সার্কেল)  উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল (পটিয়া) এর একটি টিম ৩,০০০ (তিন হাজার) পিস ইয়াবা সহ আসামী- করিম (২০) আটক করেছে।
 
তার  পিতা- মোঃ আমিন প্রঃ কালা মিয়া, মাতা- আমিনা খাতুন, সাং- বড়ডিল (কালা মিয়ার বাড়ি), ওয়ার্ড নং-০৮, ০৫ নং বাহার ছড়া ইউনিয়ন পরিষদ, থানাঃ টেকনাফ, জেলা-কক্সবাজার কে চট্টগ্রাম - কক্সবাজার  মহাসড়কের চন্দনাইশ থানাধীন বি জি সি ট্রাস্ট মেডিকেল কলেজের সামনে পাচারকালীন সময় চট্টগ্রাম অভিমুখী মার্সা বাসে থাকা আসামীর দেহ তল্লাশীপূর্বক ইয়াবা জব্দ করতঃ সংরক্ষণ ও বহনের অপরাধে সকাল প্রায় সাড়ে   ঘটিকার সময়   আটক করে চন্দনাইশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন - ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়। ইতি পূর্বে আসামী একাধিক বার ইয়াবা একইভাবে পাচার করেছে বলে প্রাথমিকভাবে স্বীকার করে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ