দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

মামুনুর রশিদ, দিনাজপুর প্রতিনিধিঃ "প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবিলায় আনবে গতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন করা হয়। আজ সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন চত্ত্বরে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।
 
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান। উদ্বোধন শেষে একটি যান্ত্রিক শোভাযাত্রা ফায়ার স্টেশন থেকে বের করা হয়। আজ থেকে তিন দিন ব্যাপী এই কর্মসূচীতে অগ্নি প্রতিরোধ সম্পর্কে মাইকযোগে প্রচার অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠান-স্থাপনায় অগ্নি প্রতিরোধ ব্যবস্থা পরিদর্শন, পরামর্শ প্রদান, লিফলেট বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ