ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিবের ক্রীড়া সামগ্রী বিতরণ


আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃসাতক্ষীরা সদরের কারিমা মাধ্যমিক বিদ্যালয়ে উপ-সচিবের দেয়া ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবুল কালামের দেয়া উক্ত ক্রীড়া সামগ্রী,রোববার (৮নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণকালে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে শিক্ষক আব্দুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল হুদা, বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক আজিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শহিদুল ইসলাম, সাংবাদিক মেহেদী আলী সুজয়। আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক এনামূল হক, আব্দুল মালেক, মাওলানা  মিজানুর রহমান, রনজিৎ কুমার ঘোষ, আবু সাঈদ, মফিজুল ইসলাম, রুস্তম আলী, মাধবী রানী মন্ডল, কৃষ্ণা চক্রবর্তী, তাহমিনা বিলকিস, কৃষ্ণা রানী। এসময় প্রধান অতিথি বলেন, বিশ্ব ব্যাপি আজ করোনা মহামারিতে ভূগছে। যার ফলে বিদ্যালয়গুলো ছাত্র-ছাত্রী শূন্য। তারপরও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উজ্জীবিত করতে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হল। 

উল্লেখ্য,  বিদ্যালয়ের প্রাত্তন এক ছাত্রীর মাধ্যমে তারই স্বামী ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবুল কালামের উদ্যোগে, ক্রিকেট, ফুটবল ও ভলিবলসহ ইত্যাদি খেলার সামগ্রী বিতরণ করা হয়।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ