মোহাঃ ফরহাদ হোসেন কয়রা (খুলনা) প্রতিনিধিঃকোভিড-১৯, নারী ও শিশুর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত ১৯ নভেম্বর বিকাল ৩ টায় কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে মাদারবাড়ি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কয়রা জলবায়ু পরিষদের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিষদের সদস্য এস এম গোলাম রসুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহারাজপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্য আয়েশা খাতুন । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জলবায়ু পরিষদের স্বেচ্ছাসেবক টিমলীডার রাসেল রানা সহ জলবায়ু পরিষদের সদস্য বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ৫০ জন মা ও পুরুষ অভিভাবক।আলোচনা শেষে মাস্ক ও লিপলেট বিতরন করা হয়।