কুষ্টিয়া জেলা প্রতিনিধি //
এম,ডি,আল আসিবুজ্জামান চঞ্চলঃ
আজ ২৪ নভেম্বর সকালে হোসেনাবাদ পুলিশ ক্যাম্পের অভিযানে হোসেনাবাদ মাঠের মধ্যে থেকে পাংশা,বাজবাড়ীর ছলিম শেখের ছেলে হিরোন শেখ কে (৩৫) ৫২ বোতল ফেন্সিডিল সহ আটক করে দৌলতপুর থানার হোসেনাবাদ পুলিশ ফাড়ি।
পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে ৫২ বোতল ইন্ডিয়ান ফেন্সিডিল সহ ১জনকে আটক করে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় দৌলতপুর থানায় মাদক আইন ১৪ গ/ ৮গ ধারায় একটি মামলা দায়ের হয়েছে যার নং নম্বরঃ ৪৬ তাং ২৪/১১/২০২০।