স্টাফ রিপোর্টারঃ চৌগাছা উপজেলার ২ নং পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামে আজ রাতে যথাযত ধর্মীয় উৎসাহ উদ্দিপনায় সনাতোন ধর্মের কাত্যায়নী পূজা উৎযাপন করা হয়।এ সময় পূজার আরতি ও নৃত্য পরিবেশনের আযোজন করেন পূজা মন্দির কমিটি এবং আরতি ও নৃত্য শিল্পীদের মাঝে পুরষ্কার বিতারন করেন ২ নং পাশাপোল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সসম্পাদক ও বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদের যশোর জেলা কমিটির সভাপতি প্রভাষক সবুজ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন পলুয়া সর্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের ও পাশাপোল ইউনিয়ন পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক সরজিত বিশ্বাস, ছাত্রলীগ নেতা হৃদায় হোসেন, ইমরান, মাহামুদুল, বিপুল , শুকুর আলী, ভিম বিশ্বাস,হরিদাস কুমার, শ্যামল বিশ্বাস,ও পাশাপোল ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মী।
আরও পড়ুনঃ আশাশুনির দাশেরহাটি ইউপি চেয়ারম্যান মিলনের উঠান বৈঠক