গ্রেট ভিশন এসোসিয়েশন এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী


আকরাম হোসাইন স্টাফ রিপোর্টার :: 

"চারা রোপন করেই কাজ  শেষ নয় ভাই,

রোপনকৃত চারার পরিচর্যা করা চাই"

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের ঐতিহ্যবাহী পাকশাইল গ্রামের সামাজিক সেবামূলক সংস্থা পাকশাইল গ্রেট ভিশন এসোসিয়েশন এর উদ্যোগে,  নতুন মাটি ভরাট করা এলাকার একমাত্র বৃহত্তম কবর স্থানে প্রায় ২০০ টি আকাশি, বেলজিয়াম ও বিভিন্ন প্রজাতির ফুল গাছের চারা লাগানো হয়েছিলো গত ০৭-০৫-২০ইং: তারিখ রোজ শনিবার।রোপনকৃত চারাগাছে পরিচর্যা অর্থাৎ গাছের গোড়ায় মাটি দেয়া,আগাছা পরিষ্কার করা নতুন  খুটি লাগানো ইত্যাদি হয়েছে।



সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ