দেশের জন্য লড়াকু কলম যোদ্ধা সৈনিক তারাই বীরবিক্রম বাঙ্গালীর গর্বিত সন্তান সাংবাদিকরা মায়ের আদরের ও বাবার আর্দশের হাতিয়ার সমাজেও স্বাধীন বাংলাদেশের সন্মানের প্রতীক।প্রতিদিন পথচলা শুরু হয় সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গ্ৰাম থেকে শহরের অলিগলিতে দৃষ্টি থাকে মানুষের সঙ্গে মিলেমিশে সত্যের আপোষ করে-অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে কলম চলে।
এরা আর কেউ নয়?এরাই হলেন দেশের সম্পদ প্রতিদিন রোদে পুড়ে,শীতে কেপে, বৃষ্টিতে ভিজে নেই ক্লান্ত, নেই মিথ্যের সঙ্গে কোনো আপোষ দেশের,জলন্ত দ্বীপশীখা,ভোরের হিমেল হাওয়া।সাংবাদিকরা,সংগ্ৰাম করে কলম দিয়ে সবসময় তবুও তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি পেতে হয়?
তবুও বিভিন্ন সন্ত্রাসীদের কাছে জিম্মি হতে হয়?সাংবাদিকদের কোনো নিরাপত্তা ও সন্মান নেই।সাংবাদিকদের মূল্যায়ন এবং সন্মান করতে হবে হুমকি দিয়ে কখনও কলম থামিয়ে দেয়া যায় না সৎ কাজের সচ্ছলতা লিখে থাকেন কলমে দেশের উজ্জল নির্ভীক সৈনিক দল সাংবাদিক।