বদলগাছীতে গৃহবধূকে ধর্ষণের মামলায় আটক-১

রহমতউল্লাহ আশিকুর জামান নুর, বদলগাছী নওগাঁঃগৃহবধূকে ধর্ষণের মামলায় নওগাঁর বদলগাছীতে একজনকে আটক করেছে বদলগাছী  থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দুদু (৬০) উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের শর্মাপুর গ্রামের কমর উদ্দিনের ছেলে।৩৫ বছর বয়সী ওই গৃহবধূ থানায় মামলা করলে বুধবার তাকে  গ্রেপ্তার করা হয় বলে বদলগাছী থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মদ জানান।তিনি বলেন, দুদু শনিবার রাত ১২টার দিকে ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করেন। গৃহবধূ চিৎকার করলে দুদু দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় গৃহবধূ নিজে বাদী হয়ে থানায় মামলা করলে এসআই আরিফুল ইসলাম বুধবার সকাল ৯টার দিকে তাকে  গ্রেপ্তার করেন।পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো  হয়েছে বলে জানান ওসি জোবায়ের আহম্মদ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ