আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট কে নিয়ে সাধারণ জ্ঞান



১. জো বাইডেনের পুরো নাম কি? 

উঃ পুরো নাম জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র

 ২.তিনি যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?

উঃ ৪৬তম ভাইস প্রেসিডেন্ট

৩.তিনি যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্টের সাথে কাজ করেছেন? 

উ.সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দুই মেয়াদে কাজ করেন (১৯৭৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত) 

৪. তার জন্ম তারিখ কত?

উ. জন্ম ১৯৪২ সালের ২০ নভেম্বর

৫.তিনি যুক্তরাষ্ট্রের কোথায় জন্ম গ্রহণ করেন?

উ. পেনসিলভানিয়ার স্ক্রানটনে

৬.তারা কত ভাই বোন?

উ. চার ভাইবোন (সবার মধ্যে বড় তিনি)

৭.বাইডেনের বাবার নাম কি? 

উ. বাবা নাম  জোসেফ রবিনেট বাইডেন সিনিয়র

৮. তার মায়ের নাম কি? 

উঃ মায়ের নাম ক্যাথরিন ইউজেনিয়া ফিনেগান (তাঁর মা আইরিশ বংশোদ্ভূত)

৯.তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নেন?

উঃ তিনি সিরাকিউজ ইউনিভার্সিটি থেকে আইনে ডিগ্রি নেন

১০.তিনি কত সালে বিবাহ করেন? 

উঃ তিনি ১৯৬৬ সালের নিলিয়া হান্টারকে বিয়ে করেন

১১. বর্তমানে তার কয়টা সন্তান?

উঃ বর্তমানে তারর তিন সন্তান রয়েছেন—জোসেফ আর ‘বিউ’ বাইডেন, রবার্ট হান্টার ও নাওমি ক্রিস্টিনা

১২.তার প্রথম স্ত্রী কত সালে মারা যান এবং কিভাবে?

উঃ ১৯৭২ সালে বড় দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিলিয়া নিহত হন

১৩. কত সালে এবং কাকে তিনি তার দ্বিতীয় স্ত্রী হিসাবে গ্রহণ করেন? 

উঃ ১৯৭৩ সালে বাইডেন জিল ট্রেসি জ্যাকবকে বিয়ে করেন


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ