আঞ্জুমান মুফিদুল ইসলাম-ঢাকার সৌজন্যে শীতবস্ত্র বিতরণ

মোঃ রশিদুল ইসলাম রিপন,লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ বুধবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখা কার্যালয়ে আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে আঞ্জুমান মুফিদুল ইসলাম-ঢাকার সৌজন্যে ৮০জন শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সভাপতি আবু জাফর, সাবেক সিভিল সার্জন ও আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার আজীবন সদস্য ডাঃ কাশেম আলী, আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার কার্য্যনির্বাহী ও আজীবন সদস্য ময়নুল ইসলাম, আঞ্জুমান মুফিদুল ইসলাম লালমনিরহাট জেলা শাখার সম্পাদক ও আজীবন সদস্য রফিকুল আলম খান স্বপন। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক, মাসুদ রানা রাশেদ, প্রকাশক রমজান আলী, হেলাল হোসেন কবিরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ