মোঃরেজাউল ইসলাম শাফি,কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃমহান বিজয় দিবস উপলক্ষে মৌশাজুরী এমএস স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে দিনব্যাপী খেলাধুলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়।১৬ ডিসেম্বর বুধবার বিকাল, ৫ ঘটিকায় পুরুষ্কার বিতরন করা হয়।
মৌশাজুরী এম এস ক্লাবের সভাপতি রুবেল আহমদ এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মনসুর আহমদ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৮নং রাউৎগাঁও ইউ,পি চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, বিশেষ অতিথি ছিলেন, ৮ নং রাউৎগাঁও ইউ,পি ৫নং ওয়ার্ড সদস্য আব্দুল মুক্তাদির মনু, ক্লাবের উপদেষ্টা নেছার মিয়া, গয়াছ মিয়া, নুরুজ মিয়া, মছলিছ মিয়া। এম এস ক্লাবের সহ-সভাপতি জশিম আহমদ, হাসান আহমেদ, শিপন মিয়া, তারেক শাকিল সাবেল নিজাম এনাম মামুন আব্দুল্লাহ প্রমুখ।