![]() |
দৌলতখান প্রশাসন ছয় ব্যারেল চোরাই তৈল জব্দ করেছে |
মোঃ আওলাদ হোসেন, বিশেষ প্রতিনিধি দৌলতখান (ভোলা)
ভোলার দৌলতখানে ছয় ব্যারেল চোরাই কেরোসিন (ডিজেল) তেল জব্দ করেছে দৌলতখান থানা পুলিশ।
রোববার (১৩ ডিসেম্বর) বিকালে দৌলতখান থানা পুলিশের একটি টিম উপজেলার পৌরসভা রাধাভল্লব বাজারের মাছঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিতেক্ত অবস্থায় এসব চোরাই তেল জব্দ করা হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, দৌলতখান চৌকিঘাট এলাকায় চোরাই তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রতিনিয়ত চট্রগ্রাম থেকে নৌ-পথে আসা সরকারি মালিকানাধীন তেল বহনকারী জাহাজ থেকে নামানো হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতখান রাধাভল্লব মাছঘাট এলাকা থেকে ছয় ব্যারেল চোরাই তেল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
এ সময় এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। তবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তা।